মার্চের শুরুতেই বৃষ্টির ভ্রুকুটি
কলকাতা: বসন্ত জাগ্রত। দোল অবধি শীতের আমেজ থেকেই যায়। সকালের দিকে হালকা শিরশিরে আবহাওয়া রয়েছে। মনে করা হচ্ছে মার্চের শেষ পর্যন্ত এই হালকা শীতের আমেজ থাকবে। যদিও হাওয়া অফিস বলছে, ভোরের দিকে শিরশিরানি অনুভূত হলেও দিনের পারদ এবার চড়তেই থাকবে। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাসও (Rain Forecast) রয়েছে দক্ষিণবঙ্গ (South Bengal Rain Forecast) ও উত্তরবঙ্গে (Nouth Bengal Rain Forecast)।
মার্চের শুরুতেই বৃষ্টির ভ্রুকুটি। হাওয়া অফিস সূত্রে খবর, ঘূর্ণাবর্ত রয়েছে বিহার ও সংলগ্ন এলাকায়। পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতে। পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এর জেরে রবিবার উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। সঙ্গে ঝোড়ো হাওয়া। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তরের একাধিক জেলায়। দক্ষিণবঙ্গে আপাতত বাড়বে তাপমাত্রা। শুষ্ক আবহাওয়া থাকবে শনিবার পর্যন্ত। তবে রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায়। রবিবার ও সোমবার বৃষ্টির বেশি সম্ভাবনা রয়েছে মেদিনীপুর, বর্ধমান ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে।