বুধবার বিকেলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস
কলকাতা: চারিদিকে কোকিলের কুহুকুহু ডাক। সঙ্গে বইছে মৃদুমন্দ মিঠে হাওয়া, আর আকাশের আগুন ধরানোর শিমুল পলাশের মন ভোলালোর দৃশ্য। সব মিলিয়ে বসন্ত যে বিরাজমান তা আর বলার অপেক্ষা রাখে না। এর মাঝেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির (Rain Forecast) পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। পাশাপাশি চড়বে পারদ। রাজ্যে উষ্ণ আবহাওয়াই (West Bengal Kolkata Temperature) বজায় থাকবে। হাওয়া অফিস বলছে, আবহাওয়া দফতরের আশঙ্কা, মার্চের শেষে কলকাতার তাপমাত্রা (Temperature Increase Kolkata) ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যেতে পারে। পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে পুরুলিয়া ও বাঁকুড়াতে চল্লিশ ডিগ্রি ছুঁতে পারে পারদ।
বুধবারও ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, আজ দক্ষিণবঙ্গে কিছু জেলায় ঝড়-বৃষ্টি সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কলকাতায় ঝড় বৃষ্টির সম্ভাবনা কম। তবে শনিবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃহস্পতিবার ও শুক্রবার তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। অস্বস্তিকর গরম থাকবে গোটা রাজ্যজুড়ে। আজ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতার আকাশ থাকবে মেঘলা। কলকাতার তাপমাত্রা ৩৬ ডিগ্রি ছাড়াতে পারে বলে খবর। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ছাড়াতে পারে ৩৮ ডিগ্রি।