Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

২০ ঘরে কলকাতার তাপমাত্রা, সপ্তাহান্তে শীতের আমেজ

Updated : 22 Nov, 2023 8:33 PM
AE: Hasibul Molla
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee

কলকাতা: কুড়ির ঘরে নামল পারদ। সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ (Winter Forecast) বাড়বে।এই মরশুমে এই প্রথমবার তিলোত্তমায় ২০ ডিগ্রির ঘরে নামল তাপমাত্রার (Temperatures) পারদ। নভেম্বরের শুরু থেকে সকাল ও সূর্য ডোবার পর থেকে হালকা শীত শীত অনূভূত হচ্ছিল। দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ। মেঘ কেটে যাওয়ায় দিনের বেলায় কিছুটা উষ্ণতা। বাতাসে জলীয় বাষ্প থাকায় কলকাতা-সহ সংলগ্ন এলাকায় কিছুটা অস্বস্তি।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সপ্তাহান্তে জমিয়ে শীতের আমেজ বজায় থাকবে রাজ্যে। তবে পাকাপাকিভাবে শীত নয় এখনই। চলতি সপ্তাহে কলকাতার তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে নামবে। আগামী ৪-৫ দিন কলকাতার তাপমাত্রা ২০ থেকে ২২ ডিগ্রির মধ্যে থাকবে। শুক্রবার থেকে পারদ আরও একটু নামবে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের।