Placeholder canvas
কলকাতা শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ |
K:T:V Clock

ডিসেম্বরেও নামছে না পারদ! ভয়ঙ্কর কিছু ঘটবে? আশঙ্কা IMD-র

Updated : 3 Dec, 2024 9:31 PM
AE: Krishnendu Bala
VO: Subhangi Mukhopadhyay
Edit: Susmita Dey

কলকাতা: শুরু হয়েছে ডিসেম্বর। কিন্তু বঙ্গে এখনও সেভাবে শীতের দেখা নেই। পারদ কিছুটা কমলেও হাড়কাঁপানো ঠান্ডা পড়েনি কোথাও। তবে শুধুমাত্র বাংলা নয়, দেশের অধিকাংশ রাজ্যেই পরিস্থিতি একইরকম। ভারতের আবহাওয়া বিভাগের মতে, চলতি বছর ডিসেম্বর থেকে আগামী বছর ফেব্রুয়ারি পর্যন্ত হাড়কাঁপানো শীত পড়ার সম্ভাবনা কম। সোমবার আইএমডি জানিয়েছে, এই সময়কালে স্বাভাবিকের চেয়ে উষ্ণ থাকতে পারে দেশের অধিকাংশ রাজ্য। সেই কারণে শৈত্যপ্রবাহের দাপট এবার কম থাকতে পারে। আইএমডি এও জানিয়েছে, ১৯০১ সালের পর ২০২৪ সালের নভেম্বর মাস এতটা উষ্ণ ছিল। উত্তর-পশ্চিম ভারতে এটি ছিল উষ্ণতম নভেম্বর। চলতি বছর অক্টোবর মাসও ছিল বিগত ১২৩ বছরের মধ্যে উষ্ণতম।

সাধারণত উত্তর-পশ্চিম, মধ্য, পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতে শীতকালে ৫ থেকে ৬ দিন প্রবল শৈত্যপ্রবাহ চলে। তবে এ বছর ২ থেকে ৪ দিন কম শৈত্যপ্রবাহ হতে পারে বলে জানিয়েছেন আইএমডি-র ডিরেক্টর জেনারেল এম মহাপাত্র। এর নেপথ্যে জলবায়ু পরিবর্তনকে পরোক্ষভাবে দায়ী করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। চলতি বছর অক্টোবরে উত্তর-পশ্চিম ভারতে ৭৭.২ শতাংশ এবং নভেম্বর মাসে ৭৯.৯ শতাংশ বৃষ্টির ঘাটতি দেখা গিয়েছে। শুষ্ক আবহাওয়ার কারণে শীতের তীব্রতা হ্রাস পেতে পারে। টানা চার মাস ধরে তাপমাত্রার রেকর্ড বৃদ্ধি এবং শুষ্ক আবহাওয়া স্পষ্টতই জলবায়ু পরিবর্তনের প্রভাবকে ইঙ্গিত করছে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের পরিবর্তন কৃষি ও পরিবেশে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। এখন এই পরিবর্তিত আবহাওয়া পরিস্থিতি কীভাবে সাধারণ মানুষের জীবনযাত্রায় প্রভাব ফেলবে, সেটাই দেখার বিষয়।