Placeholder canvas
কলকাতা শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪ |
K:T:V Clock

Weather Updates | জারি থাকবে তাপপ্রবাহ, রবিবারের আগে বর্ষার দেখা মিলছে না

Updated : 15 Jun, 2023 5:05 PM
AE: Abhijit Roy
VO: Priti Saha
Edit: Silpika Chatterjee

কলকাতা: থমকে রয়েছে বর্ষা। বাংলায় বর্ষা প্রবেশ করলেও থমকে আছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। আপাতত মালদহের উপর তার অবস্থান। হাওয়া অফিস সূত্রে খবর, রবিবারের আগে দক্ষিণবঙ্গে বর্ষার দেখা মিলবে না।  ১৮ থেকে ২১ জুনের মধ্যে ফের সক্রিয় হতে পারে মৌসুমী বায়ু এমনটাই অনুমান আবহাওয়াবিদদের। যদিও জলপাইগুড়িতে মৌসুমী বায়ু বা বর্ষা প্রবেশের স্বাভাবিক দিন ৭ জুন। এবার বাংলায় পাঁচদিন দেরিতে বর্ষার আগমন। সোমবার থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী অক্ষরেখা, মালদহের উপর দিয়ে অবস্থান করছে। রবিবার থেকে মৌসুমী বায়ু সক্রিয় হলে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হবে। সেক্ষেত্র রবিবার থেকে বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি থাকবে বলে জানিয়ে আবহাওয়া দফতর।

বৃহস্পতিবার কলকাতায় গরম ও আদ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া থাকবে। বেলা যত বাড়বে, অস্বস্তি আরও বাড়ার আশঙ্কা রয়েছে। সেইসঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। বৃষ্টি হলেও অস্বস্তি পিছু ছাড়বে না বলে জানিয়ে হাওয়া অফিস। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩০.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৬ থেকে ৮৭ শতাংশ। 

এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে শনিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে বেশকিছু জেলায়। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। আগামী রবিবার পর্যন্ত এই তাপপ্রবাহের সতর্কতা জারি থাকবে বলে জানিয়েছে আবহওয়া দফতর। বাকি জেলাতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়ার পরিস্থিতি তৈরি হবে। যদিও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও অস্বস্তিকর আবহাওয়ার পরিস্থিতি বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ কোথাও কোথাও বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে শুক্রবার পর্যন্ত। কলকাতা সহ উপকূলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে।  বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ ও বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া এবং পূর্ব বর্ধমান জেলাতে। শুক্রবার ও শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাতে। রবিবার দক্ষিণবঙ্গে হাওয়া বদলের সম্ভাবনা।

উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদহে মৌসুমী অক্ষরেখা থমকে আছে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছএ আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে আজ ও কাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত এই সতর্কতা জারি তাকবে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতে ১৭ জুন অর্থাৎ শনিবার পর্যন্ত। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির কিছু অংশে বৃষ্টির পরিমাণ বাড়বে।  দার্জিলিং ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ ও তীব্রতা কমবে উত্তরবঙ্গে। তবে পার্বত্য পাঁচ জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।