Weather Updates | আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, কখন জেনে নিন
কলকাতা: গরম কিছুটা কমলেও অস্বস্তি এখনও কমেনি। তবে বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস (Rainfall Forecast) আবহাওয়া দফতরের। হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির রয়েছে। চলতি সপ্তাহের শেষে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টি বাড়ার আশঙ্কাও রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গে সামান্য বাড়বে তাপমাত্রা (South Banegal Weather)। আগামী পাঁচ দিন তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
এদিন কলকাতায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাড়তে পারে সামান্য তাপমাত্রা। রবিবার থেকে ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা (Temperature) ছিল ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৪৪ থেকে ৮৬ শতাংশ।
এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দুই থেকে তিন দিনে অন্তত ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। পরে আগামী দু-তিন দিন তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার কারণে তাপমাত্রা খুব অসহনীয় হবে না। আগামী এক সপ্তাহে তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘণ্টায় বেশিরভাগ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা বেশি। আগামিকাল বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
অন্যদিকে উত্তরবঙ্গে শুক্র ও শনিবার থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। শুক্র, শনি ও রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি মালদহ এবং দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দফতর।