Placeholder canvas
কলকাতা রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

আবহাওয়ার ব্যাপক পরিবর্তন, তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত 

Updated : 14 Aug, 2023 6:11 PM
AE: Hasibul Molla
VO: Rachana Mandal
Edit: Subhadeep Banerjee

কলকাতা: এই সপ্তাহে ব্যাপক পরিবর্তন আসছে আবহাওয়ার। ফের নতুন করে তৈরি হচ্ছে একটি ঘূর্ণাবর্ত। আবহাওয়া দফতর জানিয়েছে, এর জেরে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। কী বলছে আলিপুর আবহাওয়া দফতর? আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামীকাল পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। উপকূলে ভারী বৃষ্টির আশঙ্কা। মৌসুমী অক্ষরেখা গোরখপুর ও দ্বারভাঙ্গা থেকে মালদা হয়ে পূর্ব দিকে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত। পূর্ব বাংলাদেশের উপর তৈরি হয়েছে আরও একটি ঘুর্ণাবর্ত রয়েছে। 

হাওয়া অফিস জানাচ্ছে, মঙ্গলবার স্বাধীনতা দিবসের দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সোমবার কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৫ ডিগ্রি। পাশাপাশি বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮১ থেকে ৯৪ শতাংশ।  

এদিকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে। নদিয়া উত্তর ২৪ পরগনা দক্ষিণ ২৪ পরগনা হাওড়া কলকাতা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকবে। ১৫ ই আগস্ট থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে।

উত্তরবঙ্গে আজ ও কাল বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে। ১৫ ই আগস্ট এর পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে। সোমবার ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কালিম্পং জেলাতে। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে। মঙ্গলবার স্বাধীনতা দিবসের দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বুধবার দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলাতে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে।

আবহাওয়া দফতর জানাচ্ছে, আজকেও প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরাখন্ডে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে হিমাচল প্রদেশ উত্তর প্রদেশ সিকিমে। পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় দিল্লিতে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে। উত্তর-পূর্ব ভারতের রাজ্য অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মনিপুর মিজোরাম ও ত্রিপুরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন।