আজ কি বৃষ্টি হবে কলকাতায়? দক্ষিণবঙ্গের আপডেটও জেনে নিন
কলকাতা: আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আজ, শুক্রবার কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের আট জেলায় বৃষ্টির (Rain) সম্ভাবনা। শনিবারও মেঘলা আকাশ ও বৃষ্টি হওয়ার সম্ভাবনা। তারপরে আগামী সপ্তাহে ফের পারদ পতন হবে। তবে সকালে অবশ্য তিলোত্তমার আকাশে মেঘের দেখা মেলেনি। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি। সামান্য হলেও তাপমাত্রা স্বাভাবিকের উপরে।
এদিকে নিম্নচাপের জেরে কলকাতার শীতে সাময়িক বিরতি। রাতের তাপমাত্রা এক থাকলেও, দিনের তাপমাত্রা আরও বাড়ল। শহরে শীতের আমেজ আরও কমবে। আগামী সপ্তাহে ফের নামবে পারদ। তবে জাঁকিয়ে শীত পড়বে না। বড়দিনে শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীত নয় বলে জানাচ্ছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকাতেই বৃষ্টির পূর্বাভাস। শনিবার মেঘলা আকাশ ও বৃষ্টির পূর্বাভাস।