Placeholder canvas
কলকাতা শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ |
K:T:V Clock

রাজ্যে জুড়ে উধাও শীতের আমেজ, অকাল বৃষ্টির পর বদলাবে আবহাওয়া?

Updated : 22 Dec, 2024 6:21 PM
AE: Hasibul Molla
VO: Subhangi Mukhopadhyay
Edit: Mousumi Biswas

কলকাতা: ডিসেম্বরেও (December) দেখা নেই জাঁকানো শীতের (Winter)! বদলে দিনভর চলছে ঝিরিঝিরি বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানান দিয়েছে, ২২ ডিসেম্বর শনিবার থেকে বদলাবে আবহাওয়া। পারদও নিম্নগামী। সেই সঙ্গে কমেছে বৃষ্টি। ফলে ফিরতে পারে শীতের আমেজও।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? 

উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা। আজ ঘন কুয়াশার সতর্কবার্তা ৫ জেলায়। কুয়াশার সম্ভাবনা বেশি দার্জিলিং, জলপাইগুড়ি আলিপুরদুয়ার, কোচবিহার এবং মালদা জেলাতে। দৃশ্যমানতা কোথাও কোথাও ৫০ মিটারে নেমে আসতে পারে।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা সামান্য কমলেও, দিনের তাপমাত্রা বেশ কিছুটা বেড়েছে। হালকা কুয়াশা সকালের দিকে বেলা বাড়লে পরিষ্কার আকাশ।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

কলকাতায় সকালের দিকে সামান্য ধোঁয়াশা আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে পরিষ্কার আকাশ। ফিরবে শীতের আমেজ। তবে জাঁকিয়ে শীতের সম্ভাবনা আপাতত নেই। কলকাতার আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.১ ডিগ্রি। পারদ পতন হলেও তা স্বাভাবিক এর থেকে ২.৩ ডিগ্রি বেশি।

বড়দিনের আবহাওয়ার আপডেট

আগামী সোমবার দুই বঙ্গে তাপমাত্রা কমবে ২ থেকে ৩ ডিগ্রি। হাওয়া অফিস জানিয়েছে, যদিও তা খুব ক্ষণস্থায়ী। তারপর ফের পারদ উর্দ্ধমুখী হবে। তাপমাত্রার বড়সড় পরিবর্তনের সম্ভবনা নেই। বড়দিনেও জাঁকিয়ে শীত পড়ছে না বাংলায়।