Placeholder canvas
কলকাতা শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ |
K:T:V Clock

উইকেন্ডে ফের বৃষ্টি! জানুন আবহাওয়ার আপডেট

Updated : 26 Dec, 2024 5:13 PM
AE: Krishnendu Ghosh
VO: Subhangi Mukhopadhyay
Edit: Mousumi Biswas

কলকাতা: বছর শেষের আগে আবার হাওয়া বদল। আপাতত দুই দিন স্বাভাবিকের উপরে থাকবে তাপমাত্রা। সপ্তাহান্তে ফের সামান্য বাড়তে পারে। তবে রবিবারের পর নামবে পারদ। শীতবিলাসীদের জন্য একেবারেই সুখবর নয়, তাপমাত্রা কমলেও জাঁকিয়ে শীতের পরিস্থিতি এ বছরে নেই। তবে বর্ষশেষ ও বর্ষবরণে ফিরবে শীতের আমেজ। কলকাতার (Kolkata) আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি। বুধবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি।

২০২৪ সালের শেষ সপ্তাহান্তে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। শনিবার হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের (South Bengal) তিন জেলাতে। প্রভাব পড়তে পারে আশেপাশের দুই একটি জেলাতেও। হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে।

এদিকে উত্তরবঙ্গে (North Bengal) উইকেন্ডে তুষারপাতের সম্ভাবনা। এই সময় যাঁরা দার্জিলিং থাকবেন, সেই সমস্ত পর্যটকদের জন্য নিশ্চয়ই তা সুখবর। শনিবার দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা। শনিবার বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে।

এদিকে শৈত্যপ্রবাহের কবলে উত্তর ভারত (North India)। দিল্লি-এনসিআর (Delhi-NCR) এলাকায় ঘন কুয়াশার দাপট অব্যাহত। কুয়াশার কারণে সতর্কতা জারি করেছে দিল্লি বিমানবন্দর। তবে বিমান চলাচল এখনও স্বাভাবিক রয়েছে। ফলে উৎসবের সময়ে দুর্ভোগ সহ্য করতে হবে না যাত্রীদের। বৃহস্পতিবার সকাল ৭টার সময় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে দৃশ্যমানতা ছিল ৫০০ মিটার। এই দৃশ্যমানতায় সিএটি-৩ ক্যাটেগরির বিমানের অবতরণ করতে অসুবিধা হয় না।