Placeholder canvas
কলকাতা শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ |
K:T:V Clock

কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন আপডেট

Updated : 13 Dec, 2024 5:53 PM
AE: Krishnendu Ghosh
VO: Subhangi Mukhopadhyay
Edit: Mousumi Biswas

কলকাতা: ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ। ইতিমধ্যেই শীত তার ঝোড় ব্যাটিং শুরু করে দিয়েছে। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে তাপমাত্রা নিম্নমুখী। আগেই আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, তাপমাত্রা নিম্নমুখী হবে বলে। পাশাপাশি জানানও হয় সপ্তাহান্তে কমবে তাপমাত্রা।

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪.৩ ডিগ্রি। ভোরবেলা কলকাতায় দেখা মিলেছে ঘন কুয়াশার দাপট। অন্যদিকে পশ্চিমবঙ্গের বাকি রাজ্যে তাপমাত্রা আরও নিম্নমুখী। আবহাওয়া দফতর সূত্রে পূর্বাভাস, আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের চার জেলায় রয়েছে শৈত্যপ্রবাহের সতর্কতা। পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় শুক্রবার রয়েছে শৈত্যপ্রবাহের সতর্কতা।

আবহাওয়া দফতর সূত্রে জানানও হয়েছে, ঘন কুয়াশার দাপট বজায় থাকবে এই ৪ জেলায়। পাশাপাশি উত্তরবঙ্গেও জাঁকিয়ে শীতের স্পেল। তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস নীচে থাকবে বলে করা হচ্ছে অনুমান। তবে আগামী ৫ দিনে তাপমাত্রার তেমন কোন বড় পরিবর্তন হবেনা বলে জানানও হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে। নেই বৃষ্টির সম্ভাবনাও। আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত হবেনা বৃষ্টি বলে সাফ জানিয়ে দেওয়া হয় আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে।

আজ হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা উত্তরবঙ্গের চার জেলাতে। দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে রয়েছে কুয়াশার সতর্কতা।