Placeholder canvas
কলকাতা সোমবার, ২৪ মার্চ ২০২৫ |
K:T:V Clock

কদিন ধরে বঙ্গে চলবে বৃষ্টি! কী বলছে আবহাওয়া দফতর?

Updated : 20 Feb, 2025 1:31 PM
AE: Parvez Khan
VO: Subhangi Mukhopadhyay
Edit: Mousumi Biswas

কলকাতা: বঙ্গে বৃষ্টির পূর্বাভাস আগেই দেওয়া হয়েছিল আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে। ইতিমধ্যেই জেলায় জেলায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। জানা যাচ্ছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত অক্ষরেখা অবস্থান করছে যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয়বাষ্প প্রবেশ করছে বঙ্গে। রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টি চলবে বলে জানা যাচ্ছে। রয়েছে ‘অকাল বৈশাখীর’ সম্ভাবনাও। বৃষ্টির সঙ্গে শিলা বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে বলে জানা যাচ্ছে। আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

দক্ষিণবঙ্গে আজ অর্থাৎ বৃহস্পতিবার রয়েছে বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সাথে সাথে রয়েছে শিলা বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার দমকা হাওয়া বইতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং হুগলি জেলাতে।

কলকাতাতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে, সঙ্গে রয়েছে বৃষ্টিপাতের আশঙ্কাও।

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৪ ডিগ্রি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি।

উত্তরবঙ্গে দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায় হতে পারে হালকা তুষারপাত। তুষারপাতের সম্ভাবনা থাকবে রবিবার পর্যন্ত। বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার পর্যন্ত। বজ্রবিদ্যুৎ সহ মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি।রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা কালিম্পং জেলায়। বৃহস্পতিবার জলপাইগুড়ি ও মালদা জেলাতে বৃষ্টির সম্ভাবনা।