
ভ্যাপসা গরমে হাঁসফাঁস জনজীবন, বিকেলের পর মিলতে পারে সাময়িক স্বস্তি?
Updated : 11 Apr, 2025 7:09 PM
AE: Madhurima Mukhopadhyay
VO: Tosmina Khatun
Edit: Mousumi Biswas
আজ শুক্রবার সকালে শহর কলকাতা (Kolkata) জেগে উঠেছে প্রখর রোদের তেজ নিয়ে। সকাল ৮টা ৫০ মিনিট নাগাদ পারদ থেমেছে ২৭ ডিগ্রি সেলসিয়াসে, তবে দুপুর গড়াতেই তাপমাত্রা ছুঁতে পারে ৩৪ ডিগ্রি। এর সঙ্গে বাতাসে আর্দ্রতা ৮৭ শতাংশ — ফলে রীতিমতো ঘেমেনেয়ে একসা অবস্থা পথচারী থেকে অফিসযাত্রী, সকলেরই।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে কিছুটা স্বস্তির ইঙ্গিত মিলেছে। বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় ৫১ শতাংশ পর্যন্ত। অর্থাৎ দিনের শেষে ভ্যাপসা গরমের দাপট কিছুটা হলেও কমতে পারে বলে আশায় বুক বাঁধছেন শহরবাসী।
Tags: