Placeholder canvas
কলকাতা শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ |
K:T:V Clock

কেমন থাকবে আগামী কদিনের আবহাওয়া? জেনে নিন বিস্তারিত

Updated : 10 Jan, 2025 2:54 PM
AE: Samrat Saha
VO: Subhangi Mukhopadhyay
Edit: Mousumi Biswas

কলকাতা: জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ। ডিসেম্বরের চেয়ে পারদ অনেকটাই নিচে নেমেছে। কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের সব জেলাতেই পারদ পতন হয়েছে। তবে আগামী সপ্তাহে, আবারও তাপমাত্রা বাড়বে বলেই জানা যাচ্ছে।। তবে আপাতত তাপমাত্রা নিম্নমুখী। আগামী তিন দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না বলেই জানানও হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে।

তবে কনকনে শীতের পূর্বাভাস নেই বাংলা জুড়ে। কারণ, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। যার জেরে উত্তুরে হওয়া প্রবেশে বাধা হয়ে দাড়াচ্ছে। ফলে কনকনে শীতের সম্ভাবনা ক্ষিণ বলেই জানাচ্ছে হওয়া অফিস।

অন্যদিকে, পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গে কুয়াশার দাপট জোরদার। ভোর বেলাতে কুয়াশার চাদরে আচ্ছন্ন থাকছে গোটা এলাকা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যদিও কুয়াশার দাপট কমে দেখা মিলছে রোদের। আজও কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস।