Placeholder canvas
কলকাতা শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪ |
K:T:V Clock

জেলায় নামল পারদ! শুক্রবার থেকেই হাওয়া বদল রাজ্যে

Updated : 13 Nov, 2024 7:23 PM
AE: Samrat Saha
VO: Subhangi Mukhopadhyay
Edit: Mousumi Biswas

কলকাতা: ভোরের দিকে হালকা শিরশিরানি ভাব। সকাল ও সন্ধ্যার পর কুয়াশা ও ধোঁয়াশায় ঢাকছে। কিন্তু বেলা বাড়লেই উধাও সব। নভেম্বরে মাঝামাঝি হয়ে গিয়েছে এখনও বাংলায় শীতের আমেজ (Winter May Next Week) অনুভূত হচ্ছে না। প্রশ্ন কবে নিম্নমুখী হবে তাপমাত্রা? কবে শীতের আমেজ উপভোগ করবে বাঙালি। হাওয়া অফিস সূত্রে খবর, সপ্তাহান্তে বদলাবে কলকাতার আবহাওয়া। সপ্তাহের শেষেই তাপমাত্রা নামতে পারে ২০ ডিগ্রিতে। পরিবেশ অনুকূল হবে উত্তুরে হাওয়া প্রবেশে। নভেম্বরের ২৫ তারিখের পর অবাধ উত্তুরে হাওয়ার পূর্বাভাস।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সপ্তাহের শেষেই তাপমাত্রা নামবে স্বাভাবিকের নীচে। জলীয় বাষ্পের বাধা কাটিয়ে রাজ্যে প্রবেশ করবে উত্তুরে হাওয়া। সপ্তাহের শেষে ৩-৪ ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। ২০ ডিগ্রির ঘরে নামতে পারে কলকাতার তাপমাত্রা। ইতিমধ্যেই জেলার পারদ কিছুটা নিম্নমুখী হয়েছে। ১৪-১৫ ডিগ্রিতে নামতে পারে বাঁকুড়ার পারদ। পুরুলিয়ায় তাপমাত্রা নামল ১৬ ডিগ্রিতে। শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রার পারদ নামবে। সবজেলায় অনুভূত হবে শীতের আমেজ। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। পশ্চিমবঙ্গের সব এলাকাতেই রাতের তাপমাত্রা এক-দু ডিগ্রি নামতে পারে।

উত্তরের জেলাগুলিতে হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে। দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত শুষ্ক থাকবে আবহাওয়া। পাহাড়ি এলাকায় জলীয় বাষ্প থাকায় বাতাসে ধোঁয়াশার সৃষ্টি হবে। সকালের দিকে নিচের জেলা মালদহ ও দুই দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে।