২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপ তৈরি হবে, রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি
কলকাতা: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের (Depression) ভ্রুকুটি। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই নিম্নচাপ তৈরি হবে। এর প্রভাবে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত তামিলনাড়ু, পুদুচেরি, কড়াইকাল, উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশের কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী রবিবার পর্যন্ত তামিলনাড়ুতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। নিম্নচাপের হাত ধরে তামিলনাড়ু, পুদুচেরি, অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে কেরল এবং মাহেতে। অন্যদিকে, মঙ্গলবার থেকে রবিবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার উত্তরবঙ্গের কয়েকটি জেলার হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। মঙ্গলবার দার্জিলিং এবং কালিম্পঙে বৃষ্টি হতে পারে। বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে বৃষ্টি হবে। অন্য জায়গাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে।
নভেম্বরের প্রায় মাঝামাঝিতেও ঠান্ডার (Winter) দেখা নেই। ভোরের দিকে শিরশিরানি ভাব থাকলেও বেলা বাড়লে তা উধাও। আমজনতার প্রশ্ন ঠান্ডার আমেজ কবে পাওয়া যাবে? সুখবর শোনালেন আবহবিদরা। জানালেন, ঠান্ডার আমেজের জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। ২ দিন পর তাপমাত্রা ৩-৪ ডিগ্রি কমতে পারে। সপ্তাহান্তে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। এই পরিবর্তনের ফলে হালকা শীতের আমেজ অনুভূত হতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। সপ্তাহের শেষে উত্তরের জেলাগুলিতেও শীতের আমেজ অনুভূত হবে। তবে জাঁকিয়ে শীত পড়তে এখনও বেশ কিছুদিন বাকি।