Placeholder canvas
কলকাতা সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪ |
K:T:V Clock

ব্লিঙ্কেন-জয়শঙ্কর কথা, দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে জোর

Updated : 10 Nov, 2023 7:43 PM
AE: Hasibul Molla
VO: Rachana Mandal
Edit: Silpika Chatterjee

নয়াদিল্লি: মার্কিন বিদেশসচিব অ্যান্টনি ব্লিঙ্কেন (US Secretary of State Antony Blinken) শুক্রবার সাক্ষাৎ করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের (External Affairs Minister S Jaishankar) সঙ্গে। এদিন মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন (US Defence Secretary Lloyd Austin) এবং দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের (Defence Minister Rajnath Singh) সঙ্গেও টু প্লাস টু মন্ত্রী পর্যায়ের বৈঠক (US-India 2+2 Ministerial Dialogue) হতে চলেছে।

এই বৈঠকে দুদেশের কৌশলগত সহযোগিতা, প্রতিরক্ষা এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকার পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। ইজরায়েল-হামাস যুদ্ধ নিয়ে পশ্চিম এশিয়ার রাজনৈতিক পরিস্থিতির উপরেও দুদেশের কথা হবে বলে জানা গিয়েছে।

বৈঠকে ব্লিঙ্কেন বলেন, ভারত-আমেরিকা সম্পর্কের অগ্রগতিতে টু প্লাস টু আলোচনা সাহায্য করবে। শিক্ষার আদানপ্রদান, পর্যটন এবং ভিসার জন্য অপেক্ষার সময় কমিয়ে আনা হবে। তাঁর মতে, ভারতীয় এবং মার্কিনরা যখন একসঙ্গে পড়াশোনা করে, কাজ করে এবং সহযোগিতা করে তখন অসীম সাফল্যের সম্ভাবনা তৈরি হয়।

দুই নেতাই বলেন, জুনে মোদির মার্কিন সফর এবং সেপ্টেম্বরে প্রেসিডেন্ট জো বাইডেনের ভারত সফরে দুদেশের সম্পর্ক আগের চেয়ে অনেক মজবুত হয়েছে।

Tags: