Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ |
K:T:V Clock

দার্জিলিংয়ের সঙ্গে ঠান্ডার টি ২০ ম্যাচ বাঁকুড়া-পুরুলিয়ার

Updated : 15 Jan, 2024 8:10 PM
AE: Hasibul Molla
VO: Avik Nandi
Edit: Silpika Chatterjee

কলকাতা: একে রামে রক্ষা নেই, সুগ্রীব তার দোসর। হাড়হিম করা ঠান্ডার মধ্যে মকর সংক্রান্তির ভোর থেকে ঘন কুয়াশার আলোয়ানে ঢাকা পড়ল গোটা রাজ্য। মহানগরীসহ দক্ষিণবঙ্গে কুয়াশার জেরে বহু ট্রেন দেরিতে চলছে। বিশেষ করে অফিসযাত্রী ও স্কুল-কলেজের পড়ুয়ারা ট্রেন দেরিতে চলায় অসুবিধায় পড়েছেন।

ডিসেম্বর থেকে লুকোচুরি খেলতে খেলতে জাঁকিয়ে শীত নেমেছে কলকাতাসহ রাজ্যে। আজ, সোমবারেও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রির আশেপাশে রয়েছে। আগামিকালও জাঁকিয়ে শীত থাকবে শহরে। তবে আগামী বুধবার থেকে কলকাতার আবহাওয়ায় বদল আসতে পারে। বুধবার কলকাতায় হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। তাপমাত্রাও খানিকটা বাড়তে পারে।