রেজিস্ট্রেশনে গড়িমসি, একাধিক স্কুলকে সতর্ক করল সংসদ
কলকাতা: একাদশ শ্রেণিতে পড়ুয়াদের রেজিস্ট্রেশনে গড়িমসি একাধিক স্কুলের। বিজ্ঞপ্তি দিয়ে সংশ্লিষ্ট স্কুলগুলিকে সতর্ক করার পাশাপাশি অবিলম্বে রেজিস্ট্রেশনের নির্দেশ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (West Bengal Council of Higher Secondary Education)। যে সকল পড়ুয়া এখনও রেজিস্ট্রেশন করেনি তাদের লেট ফাইন দিয়ে রেজিস্ট্রেশন করার নির্দেশ দিয়েছে সংসদ।
২০২৪ সালে একাদশ শ্রেণির পরীক্ষা এখন চলছে। তবে এখনও অনেক পড়ুয়ার রেজিস্ট্রেশন হয়নি বলে অভিযোগ উঠেছে। সেই পরিস্থিতিতে একাদশ শ্রেণির রেজিস্ট্রেশন ফর্ম পূরণের জন্য তিনদিন দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (Registration for HS Exam 2025)। সোমবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, যে একাদশ শ্রেণির পড়ুয়াদের এখনও রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি, আগামী ১৪ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত তাঁদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে।