Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

Weather Update | উত্তরে বৃষ্টি, দক্ষিণে পুড়বে বঙ্গ, মঙ্গলের পর স্বস্তিবর্ষণ মহানগরীতে

Updated : 15 May, 2023 5:12 PM
AE: Hasibul Molla
VO: Soumi Ghosh
Edit: Monojit Malakar

কলকাতা: কেটেছে ঘূর্ণিঝড় ‘মোকা’র (Cyclone Mocha)ফাঁড়া।  প্রবল শক্তিশালী এই ঘূর্ণিঝড়ে ৬ জনের মৃত্যু হয়েছ। তবে বাংলায় কোনও প্রভাব বিস্তার করতে পারেনি এই সুপার সাইক্লোন (Supar Cyclone)। জলীয় বাষ্প শুষে নেওয়ায় গরমে নাজেহাল অবস্থা হয়েছিল রাজ্যবাসীর। ‘মোকা’র বিদায়ে এবার সকলের মনে একটাই প্রশ্ন, রাজ্যে কবে নামবে স্বস্তির বৃষ্টি? এর উত্তরে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার এবং মঙ্গলবার রাজ্যে ফের তাপপ্রবাহের সম্ভাবনা। বুধবার থেকে স্বস্তির বৃষ্টিতে ভিজবে রাজ্যবাসী। 

সোমবার কলকাতার আকাশ মূলত মেঘলা। গরম ও আদ্রতাজনিত অস্বস্তি থাকবে। এদিন সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৮ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৩ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৭ ডিগ্রি। রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪০ থেকে ৮২ শতাংশ। মেঘে ঢাকা থাকবে ৬২%। তবে আগামি ৪৮ ঘন্টায় দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। 

হাওয়া অফিস জানিয়েছে, আগামী ১৭ মে থেকে রাজ্যে হাওয়া বদলের সম্ভাবনা। মোকা চলে যাওয়ায় এবার রাজ্যে প্রবেশ করতে পারবে জলীয় বাষ্প। আগামী ১৬ মে অর্থাৎ মঙ্গলবার থেকে ২০ মে অর্থাৎ শনিবার পর্যন্ত রাজ্যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রথমে উত্তরবঙ্গে এবং তারপর ধীরে ধীরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও স্বস্তির বৃষ্টি নামবে। উত্তরবঙ্গে ১৬ থেকে ২০ মে এবং দক্ষিণবঙ্গে ১৭ থেকে ২২ মে-র মধ্যে বজ্র বিদ্যুৎ সহ দু এক পশলা বৃষ্টি হতে পারে।  বিশেষত দক্ষিণবঙ্গে জেলায় জেলায় ঘুরিয়ে ফিরিয়ে ১৭ থেকে ২২ মে-র মধ্যে অন্তত দু থেকে তিন দিন বৃষ্টি হতে পারে। একদিন বৃষ্টি হলে পরের বৃষ্টি পেতে আবার দুদিন অপেক্ষা করতে হতে পারে। বৃষ্টির সময়ে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।

মঙ্গলবার পর্যন্ত রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে। তাপমাত্রা ৪০-এর ঘরে পৌছাবে। কাল ১৬ মে মঙ্গলবার, এই জেলাগুলি তাপপ্রবাহের কবলে পড়তে চলেছে। সেক্ষেত্রে স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বা তার ওপরে উঠতে চলেছে তাপমাত্রা। কলকাতা ও পূর্ব মেদিনীপুরে দিনভর আর্দ্র ও চুড়ান্ত অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হবে আজ ও আগামিকাল। দক্ষিনের বাকি জেলায় আজ শুষ্ক লু বয়ে যাওয়ার প্রবণতা বাড়বে। মঙ্গলবার পর্যন্ত রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। মুর্শিদাবাদ, নদিয়া, দুই ২৪ পরগনা এবং কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

উত্তরবঙ্গের সব জেলাতেই সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, দুই দিনাজপুরে। ফলে উত্তরের কোথাও আপাতত তাপপ্রবাহের কোনও পূর্বাভাস নেই।