সমস্ত প্রকল্পে টাকা দেওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্কতা রাজ্যের
কলকাতা: ট্যাব কাণ্ডের জের! এবার রাজ্যের পক্ষ থেকে সমস্ত প্রকল্পে বাড়তি সতর্কতা গ্রহণ করা হল রাজ্যের তরফ থেকে। এবার থেকে রাজ্যের বিভিন্ন প্রকল্পে টাকা দেওয়ার ক্ষেত্রে রাজ্যের তরফ থেকে গ্রহণ করা হল বিশেষ পদক্ষেপ
আজ রাজ্য অর্থ দফতরের তরফ থেকে ইতিমধ্যেই ১৬ দফা নির্দেশিকা জারি করা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডাড় থেকে শুরু করে, কৃষক বন্ধু, তরুণের স্বপ্ন সহ বিভিন্ন প্রকল্পে সরাসরি উপভোক্তাদের টাকা দেওয়ার ক্ষেত্রে এই ১৬ দফা নির্দেশিকা মেনেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয় রাজ্য অর্থ দফতরের পক্ষ থেকে।
এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ট্যাব কাণ্ডে জালিয়াতির খবর সামনে আসার পর। রাজ্য সরকারের ‘তরুণের স্বপ্ন প্রকল্প’এর আওতায় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের পড়াশোনায় সুবিধার্থে দেওয়া হয় ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা। কিন্তু অভিযোগ উঠতে শুরু করে সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছেনা সেই টাকা। তার বদলে তা চলে যাচ্ছে অন্য অ্যাকাউন্টে। রাজ্য জুরে এই জালিয়াতির শিকার হন বহু পড়ুয়া। ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে এই জালিয়াতি চক্র খুঁজে বার করার প্রক্রিয়া চলছে। বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। আর এবার সেই কাণ্ড থেকে শিক্ষা নিয়েই রাজ্য সরকারের পক্ষ থেকে আরও বিভিন্ন প্রকল্পে গ্রহণ করা হতে চলেছে বাড়তি সতর্কতা।