Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

সকালে নামল সন্ধ্যা, নামল বৃষ্টি, জেলায় জেলায় কালবৈশাখীর পূর্বাভাস

Updated : 18 Mar, 2024 5:49 PM
AE: Hasibul Molla
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

কলকাতা: সকালে নামল সন্ধ্যা। সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকে কালো মেঘে ঢাকল আকাশ। নামল বৃষ্টি। ইতিমধ্যেই বৃষ্টি নেমেছে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া,হুগলি। বেলা বাড়তেই বৃষ্টিতে ভিজতে শুরু করবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। কয়েকঘণ্টার মধ্যে উঠবে কালবৈশাখী ঝড় (Kalboisakhi Predicted)।

সপ্তাহের শুরুতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা দিল আবহাওয়া দফতর। কর্মদিবসের প্রথমদিনে বৃষ্টি ভিজে অফিস যেতে দুর্ভোগ পোহাতে হবে সকলকে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে দু’টি অক্ষরেখা রয়েছে। একটি ওড়িশা থেকে সিকিম পর্যন্ত। পড়শি রাজ্যগুলিতে বিস্তৃত থাকা শক্তিশালী অক্ষরেখার জেরেই বঙ্গে আকাশে মেঘের ঘনঘটা। এই অক্ষরেখার জেরে আগামী কয়েক দিন বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে। শনিবার এবং রবিবার কলকাতায় বৃষ্টি হয়েছে। সোমবারও বৃষ্টি চলবে কলকাতায়। এর জন্য জারি করা হয়েছে সতর্কতা। বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত।