Placeholder canvas
কলকাতা রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

বুধে বৃষ্টি, তাপমাত্রা বাড়তেই ব্যাকফুটে শীত

Updated : 24 Jan, 2024 8:01 PM
AE: Hasibul Molla
VO: Swarnali Dey
Edit: Silpika Chatterjee

কলকাতা: জানুয়ারির শেষে শীতের (West Bengal Winter) দাপুটে ব্যাটিংয়ে বেশ কাবু হয়ে পড়েছিল মহানগর। মরশুমের শীতলতম দিনের পরদিনই এক লাফে বাড়ল তাপমাত্রা (Temperature Increase)। স্বাভাবিকের থেকে পারদ ২ ডিগ্রি বেশি বুধবারের তাপমাত্রা। মঙ্গলবার কলকাতায় পারদ নেমেছিল ১১ ডিগ্রির ঘরে। আর বুধে তাপমাত্রা বেড়ে হল ১৬.৩ সেলসিয়াস। বুধবার সকাল থেকেই আবহাওয়ার পরিবর্তন (West Bengal Weather) বেশ লক্ষ করা গিয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার শীত নেই বললেই চলে। আবহাওয়া অফিস বলছে নতুন করে ফেরক জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে রাজ্যে। তার জেরে এই আবহাওয়ার হেরফের। বুধবার রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের উপরের দুই জেলা এবং দক্ষিণে উপকূলের জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অকাল বৃষ্টিতে সবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা।

কলকাতায় (Kolkata) রাতারাতি বেশ কিছুটা বেড়েছে পারদ । আজ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। কলকাতায় বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার রাতের তাপমাত্রা অনেকটাই বেড়েছে। বুধে সামান্য বাড়ল দিনের তাপমাত্রা। দিনভর মেঘলা আকাশের সম্ভাবনা। শহরে হালকা বৃষ্টি হতে পারে আগামী ৪৮ ঘণ্টায়। দু’দিন পর ফের তাপমাত্রা নামতে পারে।