শীতের ইনিংস শুরু, আগামীতে রাজ্যজুড়ে আরও নামবে পারদ
কলকাতা: রাজ্যজুড়ে শীতের (Winter) দাপট শুরু। সকাল ও সন্ধ্যায় উত্তর থেকে দক্ষিণ কলকাতা সহ জেলায় সর্বত্র ঠান্ডার আমেজ (Winter Forecast)। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনে তাপমাত্রার পারদ আরও নামবে। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিনে শীতের অনুভূতি বেশ চড়া হতে পারে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। এদিকে আন্দামানে ঘূর্ণাবর্ত থেকে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ। তারই জেরে আগামী সপ্তাহে বঙ্গের আবহাওয়ায় কিছুটা বদল আসতে পারে। আংশিক মেঘলা আকাশ দেখা দিতে পারে রাজ্যের বেশ কয়েকটি জেলায়।
আবহাওয়া দফতর সূত্রে খবর, এই আমেজ আগামী কয়েকদিনে আরও বাড়বে। শনি-রবিবার সকাল সন্ধে ভালোমতো শীত অনুভূত হবে রাজ্যজুড়ে। বিশেষ করে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ঠান্ডার দাপট থাকবে বেশি। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পশ্চিম বর্ধমানে বাড়বে ঠান্ডার অনুভূতি। শহর কলকাতাতেও আপাত শীতের এই আমেজ সকাল-সন্ধে বহাল থাকবে। তবে বেলা বড়লে খানিকটা উষ্ণ হতে পারে আবহাওয়া। আপাতত রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই।