Placeholder canvas
কলকাতা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

Lakshmi Devi | কেন বৃহস্পতিবারকে লক্ষ্মীবার বলা হয় জানেন?

Updated : 21 May, 2023 4:33 PM
AE: Hasibul Molla
VO: Priti Saha
Edit: Monojit Malakar

কলকাতা: আমরা সকলেই বৃহস্পতিবারকে  (Thursday) লক্ষ্মীবার বলে থাকি। এদিন মা লক্ষ্মীর (Maa Lakshmi) বিশেষ পুজো করা হয়। মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাওয়ার জন্য সকলেই উদগ্রীব থাকেন। তবে, সকলেই যে মা লক্ষ্মীর কৃপা পান তা নয়। যিনি লক্ষ্মীর কৃপা পান তাঁর ঘরসংসার সুখ-সমৃদ্ধিতে ভরে ওঠে। কিন্তু জানেন কী, কেন  বৃহস্পতিবারকে লক্ষ্মীবার বলা হয়? কেন দিনটিকে লক্ষ্মীপুজোর জন্য প্রশস্ত দিন মনে করা হয়? 

আমরা সকলেই জানি, বৃহস্পতি হল শুভ গ্রহ। আর বৃহস্পতির কৃপা থাকলে ধন এবং মান, দুই-ই লাভ হয়। জ্যোতিষ শাস্ত্রমতেও তেমনটাই মনে করা হয়। সে কারণেই বৃহস্পতিবার ধনদৌলতের দেবী মহালক্ষ্মীকে পুজো করার রীতি প্রচলিত হয়েছে। দেবী মহালক্ষ্মী পদ্মের ওপর আসীন। পদ্ম মহাশক্তি এবং আধ্যাত্মিক পবিত্রতার প্রতীক। আর দেবীর হাতের প্রহরণ শুভশক্তির প্রতীক। তাই দেবীর কৃপা লাভ করতে হলে লক্ষ্মীবারে তাঁকে নিয়ম নিষ্ঠা সহকারে পুজো করা অতি আবশ্যক।

পাশাপাশি মনে করা হয়, বৃহস্পতির দেবী মহালক্ষ্মী খুবই জাগ্রত। তাই বৃহস্পতিবার নিষ্ঠা সহকারে দেবীর পুজো করলে নিশ্চিতভাবেই সুফল পাওয়া যায়। ফুল, ফল ও মিষ্টি নৈবেদ্য দিয়ে পুজো করতে হয় দেবীকে। এছাড়া প্রতি ঘরে তুলসী গাছ থাকা আবশ্যক। শুধু বৃহস্পতিবারই নয়। প্রতিদিন সন্ধ্যায় তুলসী তলায় প্রদীপ জ্বালালে দেবী নাকি খুশি হন। কারণ মনে করা হয়, তুলসী দেবী লক্ষ্মীর-ই আরেক রূপ। 

তবে, লক্ষ্মী পুজোর (Laxmi Puja) কিছু নিয়ম আছে। এর বিপরীত হলে তিনি খুবই রাগ করবেন। তাই পুজোর সময় কখনোই ঘন্টা বাজাবেন না। পুজোর সময় তুলসি পাতা নিবেদন করবেন না। কিন্তু নারায়ণের পায়ে তুলসি পাতা দিতে পারেন তিনি আবার এতে খুশি হন। লক্ষ্মী পুজোর সময় অবশ‍্যই আল্পনা আঁকবেন। আল্পনাতে দেবীর পায়ের ছবিও আঁকবেন। মঙ্গল ঘটের পাশেই তাঁর পা আঁকবেন। সকাল সকাল পুজো দেবেন। পুজো শেষ করে লক্ষ্মীর পাঁচালী পড়বেন। চেষ্টা করবেন স্টিলের বাসনপত্রের বদলে পিতল,কাঁসা,তামার বাসন ব‍্যবহার করার। এইসব নিয়মগুলো মানলে তিনি খুবই তুষ্ট হবেন।