জন্মাষ্টমীর শুভ মুহূর্ত কখন জানেন?
কলকাতা: ভাদ্র মাসের অন্যতম বড় উৎসব কৃষ্ণ জন্মাষ্টমী। এই বছর এই উৎসব পালিত হবে ৬ এবং ৭ সেপ্টেম্বর। হিন্দু ক্যালেন্ডার (Hindu Calender) অনুযায়ী, প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় জন্মাষ্টমী উৎসব (Janmashtami Festival)। হিন্দুধর্মে কৃষ্ণ জন্মাষ্টমীর গুরুত্ব অপরিসীম। এই দিনেই শ্রীকৃষ্ণের (Lord Krishna) জন্ম হয়েছিল বলে বিশ্বাস করা হয়।
পুরাণ মতে, কৃষ্ণকে বিষ্ণুর অষ্টম অবতার বলেই মনে করা হয়। জন্মাষ্টমীর দিন বিভিন্ন মন্দির ও ঘরে ঘরে কৃষ্ণ জন্মতিথি ও পুজোর বিশেষ আয়োজন করা হয়। সেজে ওঠে কৃষ্ণের বিভিন্ন তীর্থস্থান। হিন্দু মতে, রাত ১২টা নাগাদ নানা আচার-বিধি মেনে কৃষ্ণের পুজোর আয়োজন করা হয়ে থাকে। তবে প্রায় সকলেরই জানা রয়েছে, মথুরা-বৃন্দাবনে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিন বিশেষ জাঁকজমক করে পালন করা হয়।
এ বছর জন্মাষ্টমী শুরু হবে ৬ সেপ্টেম্বর বিকেল ৩টে ৩৭ মিনিটে। চলবে ৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৪টে ১৪ মিনিট পর্যন্ত। লোকবিশ্বাস,শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণের জন্ম ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এবং রোহিণী নক্ষত্রে। রোহিণী নক্ষত্রের উদয় ৬ সেপ্টেম্বর সকাল ৯টা ২০ মিনিটে শুরু হবে। চলবে ৭ সেপ্টেম্বর সকাল ১০টা ২৫ মিনিট পর্যন্ত। তাই ৬ সেপ্টেম্বর রাত শুভ সময় হয়ে উঠেছে।