Placeholder canvas
কলকাতা শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫ |
K:T:V Clock

‘অ্যানিমাল’ ছবির ট্রেলার মুক্তি কবে?

Updated : 21 Nov, 2023 8:13 PM
AE: Hasibul Molla
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

কলকাতা: সেপ্টেম্বরে মুক্তি পেয়েছে রণবীর কাপুরের (Ranbir Kapoor) নতুন ছবি ‘অ্যানিমাল’ (Animal)-এর টিজার। কিন্তু এখনও তার ট্রেলার (Trailer) দর্শকের সামনে এসে পৌঁছয়নি। সাধারণত টিজার মুক্তির কয়েকদিনের মধ্যেই নতুন ছবির ট্রেলার চলে আসে বাজারে। তবে, সম্প্রতি ছবির ট্রেলার মুক্তির দিন ঘোষণা করা হয়েছে। জানা যাচ্ছে, আগামী ২৩ নভেম্বর মুক্তি পেতে চলেছে অ্যানিলাম-এর ট্রেলার।

নির্মাতারা রণবীরের নতুন ছবিকে নিয়ে খুবই উচ্ছ্বসিত। দর্শকের কাছে রণবীরকে কীভাবে আরও ছকভাঙা ভাবে দেখানো যেতে পারে, তারই প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। এই ট্রেলার দেখে ফ্যানেরা যাতে মুগ্ধ হতে পারেন, সেই চেষ্টাতেই এত দেরি ট্রেলার প্রকাশে। ১১ অগাস্ট ছবি মুক্তির দিন স্থির হলেও শেষমেশ সেই দিনে ছবি প্রকাশে আনা যাচ্ছে না। পয়লা ডিসেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা।

Tags: