আজ শুরু ন্যাশনাল গেমস, কোথায় কোথায় খেলা জানুন
Updated : 26 Oct, 2023 6:01 PM
AE: Abhijit Roy
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee
গোয়া: আজ, বৃহস্পতিবার (২৬ অক্টোবর) শুরু হচ্ছে ৩৭তম ন্যাশনাল গেমস (National Games 2023)। জাতীয় স্তরের সেরা ক্রীড়া প্রতিযোগিতা চলবে ৯ নভেম্বর পর্যন্ত। এ বছর ন্যাশনাল গেমস আয়োজনের দায়িত্ব পেয়েছে গোয়া (Goa)। গত বছরই উপকূল রাজ্যে হওয়ার কথা ছিল কিন্তু কিছু সমস্যার কারণে শেষ পর্যন্ত গুজরাতে (Gujarat) আয়োজিত হয়। এ বছর ৪৩টি আলাদা ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে চলেছেন প্রায় ১০,০০০ অ্যাথলিট। গোয়ার পাঁচটি শহর মিলিয়ে চলবে নানা ধরনের খেলা— মাপুসা, মারগাও, পাঞ্জিম, পোন্ডা এবং ভাস্কো।
Tags: