Placeholder canvas
কলকাতা রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫ |
K:T:V Clock

দাবানলে পিছিয়ে গেল অস্কার-গ্র্যামি

Updated : 14 Jan, 2025 7:12 PM
AE: Krishnendu Bala
VO: Subhangi Mukhopadhyay
Edit: Mousumi Biswas

ওয়েব ডেস্ক: দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ এলাকা এখন দাবানলের গ্রাসে ((Los Angeles wildfires)। উড়ে গেছে বহু বিলাসবহুল অ্যপার্টমেন্ট। ভয়াবহ আগুনে ঘর হারিয়েছেন বহু হলিউড তারকা। সেই সঙ্গে বিনোদন জগতের একাধিক অনুষ্ঠান পেছনে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তা কেউ জানে না। মার্কিন মুলকের দ্বিতীয় বৃহত্তম শহর এই লস এঞ্জেলেস। আর এই ভয়াবহ দাবানলের কারণে এবার বাধা পড়েছে অস্কারেও। পুরস্কার প্রধান কারী সংস্থা জানিয়েছে তারা বর্তমান পরিস্থিতির কারণে অস্কার মনোনীতদের(Oscar nomination) মধ্যাহ্ন ভোজ বাতিল করছে। শুধু অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (Academy awards) নয় গ্র্যামি অ্যাওয়ার্ডস (Grammys 2025) এবং অন্যান্য অনুষ্ঠানগুলোর ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে আশঙ্কা। মনোনয়নের ঘোষণা সম্পূর্ণভাবে অনলাইনে করার সিদ্ধান্ত নিয়েছে অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। দাবানলের আগুনে সরিয়ে রাখা হয়েছে রেড কার্পেট অনুষ্ঠান।

অ্যাকাডেমির প্রধান নির্বাহী বিল ক্রেমার ও প্রেসিডেন্ট জ্যানেট ইয়াং বলেন, ‘দাবানলের প্রভাব এবং আমাদের কমিউনিটির অনেকের ব্যাপক ক্ষয়ক্ষতিতে আমরা সবাই বিধ্বস্ত। অ্যাকাডেমি সবসময় চলচ্চিত্র শিল্পের মধ্যে একতা আনার কাজ করেছে। এবং আমরা এই কঠিন সময়কে কাঁধে কাঁধ রেখে পার করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
১৭ জানুয়ারি মনোনয়নের ঘোষণা হওয়ার কথা ছিল। তবে এই তারিখটিও পিছিয়ে ১৯ জানুয়ারি করা হয়েছে। ২ মার্চে ডলবি থিয়েটারে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস পুরস্কার প্রদান হওয়ার কথা ছিল, তা আরও পিছিয়ে দেওয়া হয়েছে।