Placeholder canvas
কলকাতা শুক্রবার, ০৩ মে ২০২৪ |
K:T:V Clock

সুপ্রিম কোর্টে আবেদন করব, মন্তব্য এসএসসি চেয়ারম্যানের

Updated : 22 Apr, 2024 8:28 PM
AE: Hasibul Molla
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

কলকাতা: কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) রায় খুশি নয় এসএসসি। সাংবাদিক বৈঠকে জানালেন, এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার (SSC Chairman Siddharth Majumder)।  সোমবার এসএসসি মামলার রায় ঘোষণা করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শাব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। সোমবার রায় দিয়েছে, ২০১৬ সালের এসএসসির (Bengal SSC Recruitment Case) সমস্ত নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হল। এর অর্থ, প্রায় ২৬ হাজার চাকরিপ্রাপকের চাকরি বাতিল হয়ে গেল। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর যাঁরা চাকরি পেযেছেন, তাঁদের ১২ শতাংশ সুদ-সহ বেতন ফেরত দিতে হবে ৪ সপ্তাহে। এরপরই সোমবার দুপুরে এসএসসি চেয়ারম্যান সাংবাদিক সম্মেলন করেন। তিনি বলেন, আদালতের রায় খুশি নই। সেখানে ৫ হাজারের বিরুদ্ধে সিবিআই অভিযোগ এনেছিল। সেখানে ২৪ হাজারের চাকরি বাতিলের নির্দেশ দিল আদালত। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে (Supreme Court) আবেদন করব। যোগ্য ও অযোগ্যদের তালিকা আলাদা করে আদালতে পেশ করছি।

তিনি আরও বলেন, সিবিআই তদন্ত করে ৫০০০ জনকে চিহ্নিত করে নিয়োগের সুপারিশ বাতিল করতে বলে। আমরা সেই নির্দেশ মেনেছি। অনেকেরই চাকরি বাতিল হয়। নবম দশম ও গ্রুপ সি ও গ্রুপ ডি তে চাকরি যায়, কিন্তু একাদশ দ্বাদশ এ কোনও চাকরি বাতিল হয়নি। কিন্তু বাকি ১৯০০০ দের বিষয়ে এভাবে নির্দেশ মানা যায়না। খুব কঠোর নির্দেশ। আমরা অসন্তুষ্ট। ১২০০ পদে সুপার মুমারারি পোস্টের জন্য সুপারিশ করা হয়েছিল। কিন্তু মামলা হওয়ায় সেটা কার্যকর হয়নি। বেশকিছু মেয়াদ উত্তীর্ণ নিয়োগ হয়েছিল।