Placeholder canvas
কলকাতা রবিবার, ২০ এপ্রিল ২০২৫ |
K:T:V Clock

আর কোনও দিন এনডিএ ছাড়ব না, বললেন নীতীশ

Updated : 8 Feb, 2024 8:07 PM
AE: Samrat Saha
VO: Bhaswati Das
Edit: Silpika Chatterjee

নয়াদিল্লি: মহাগঠবন্ধন ছেড়ে ফের বিজেপি সমর্থিত রাজ্য সরকার গড়ার পর এই প্রথমবার নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে দেখা করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। সেই সঙ্গে জানিয়ে দিলেন, আর কোনওদিনও এনডিএ জোট ছাড়বেন না। অতীতে দু’বার এনডিএ থেকে বেরিয়ে গিয়েছিলেন নীতীশ, কিন্তু সেই ‘ভুল’ আর করবেন না বলে জানিয়েছেন।

নীতীশ বলেন, “আমার পূর্ণ আত্মবিশ্বাস আছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যোগ্য নেতৃত্বে রাজ্যের উন্নয়ন ক্রমাগত নতুন উচ্চতায় পৌঁছতে থাকবে। এনডিএ-র (NDA) সঙ্গে জোট করে বিহারে এক নতুন সরকার গঠিত হয়েছে। জনতা আমাদের প্রভু এবং তাঁদের সেবা করাই আমাদের প্রধান লক্ষ্য। কেন্দ্র এবং রাজ্যে এনডিএ জোটের সরকার থাকায় উন্নয়নের কাজ গতি পাবে এবং রাজ্যের মানুষের উন্নতি হবে।”