ওয়ার্নারের সঙ্গে অবসর নিচ্ছেন স্টিভ স্মিথও!
Updated : 8 Dec, 2023 7:06 PM
AE: Hasibul Molla
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee
সিডনি: পাকিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলে অবসর নিতে চলেছেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার (David Warner)। দীর্ঘদিন ধরে ওয়ার্নারের সঙ্গে উচ্চারিত হয়েছে স্টিভ স্মিথের (Steve Smith) নাম। অজি ব্যাটিংয়ের স্তম্ভস্বরূপ ছিলেন স্মিথ-ওয়ার্নার জুটি। জল্পনা উঠেছিল, টিমমেটের সঙ্গে স্মিথও অবসর নিতে পারেন। জল্পনার নিরসন করলেন তাঁর ব্যক্তিগত ম্যানেজার।
সিডনির এক সংবাদপত্রকে ম্যানেজার ওয়ারেন ক্রেগ (Warren Craig) জানিয়েছেন, ওয়ার্নারের সঙ্গে অবসর নেওয়ার কোনও পরিকল্পনা স্মিথের নেই। ক্রেগ বলেন, “এই মুহূর্তে অবসরের জল্পনা নস্যাৎ করে দিতে পারি আমি। ও (স্মিথ) এখনও কী কী অ্যাচিভ করতে পারে তা নিয়ে কথা বলছে।” সহজেই বোধগম্য হচ্ছে, অবসরের কথা অজি তারকা এখন মোটেই ভাবছেন না।
Tags: