Sourav Ganguly | বিশ্বকাপ জেতার থেকে আইপিএল জেতা কঠিন, বলছেন সৌরভ!
কলকাতা: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final 2023) অস্ট্রেলিয়ার (Australia) কাছে শোচনীয় হার হয়েছে ভারতের (India)। হেড কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) পাশাপাশি তীব্র সমালোচনার মুখে পড়েছেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) কিন্তু রোহিতের পাশেই দাঁড়ালেন। সর্বোচ্চ পর্যায়ের দেশকে নেতৃত্ব দিতে রোহিতই সেরা বিকল্প বলে মনে করেন সৌরভ। কারণ আন্তর্জাতিক ক্রিকেটে সফল ব্যাটার হওয়ার পাশাপাশি অধিনায়ক হিসেবে পাঁচবার আইপিএল (IPL) জিতেছেন তিনি, অধিনায়ক হওয়ার সমস্ত গুণাগুণ তাঁর মধ্যে আছে।
এই প্রসঙ্গেই সৌরভ বললেন, বিশ্বকাপ জেতার থেকে আইপিএল জেতা কঠিন। তিনি বলেন, বিরাট কোহলি (Virat Kohli) নেতৃত্ব ছেড়ে দেওয়ার পর নির্বাচকদের কাছে রোহিতের থেকে ভালো বিকল্প ছিল না। ও পাঁচটা আইপিএল ট্রফি জিতেছে, আন্তর্জাতিক ক্রিকেটে ভালো পারফর্ম করেছে, ও এশিয়া কাপ (Asia Cup) জিতেছে। রোহিতই সেরা অপশন ছিল। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও খেলেছিল ভারত, যদিও আমরা হেরে যাই।
সৌরভ আরও বলেন, আমার রোহিতের উপর পূর্ণ আস্থা রয়েছে। ও আর এম এস ধোনি (MS Dhoni) পাঁচবার করে আইপিএল জিতেছে। আইপিএল জেতা সহজ নয়, কারণ এটা কঠিন টুর্নামেন্ট। বিশ্বকাপ জেতার থেকেও কঠিন আইপিএল জেতা কারণ, এখানে ১৪টা ম্যাচ খেলে তারপর প্লে অফে (Play Offs) পৌঁছতে হয়। বিশ্বকাপে মাত্র চার-পাঁচটা ম্যাচ খেললেই সেমিফাইনালে যাওয়া যায়। আইপিএলে চ্যাম্পিয়ন হতে গেলে ১৭টা ম্যাচ খেলতে হয়।
দীর্ঘ দুই বছরের পরিশ্রম এক অর্থে জলে গিয়েছে। ২০২১ সালের মতোই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে গিয়ে হারতে হয়েছে ভারতকে। ২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে শেষবার আইসিসি (ICC) আয়োজিত ট্রফি জিতেছিল টিম ইন্ডিয়া (Team India)। তারপরে এক দশকের খরা। এ বছরের শেষের দিকে ৫০ ওভারের বিশ্বকাপ যা আয়োজিত হবে ভারতে। কোনও সন্দেহ নেই, ট্রফি তোলার ব্যাপারে রোহিত শর্মা, বিরাট কোহলিরাই ফেভারিট। অন্তত সেমিফাইনালে না পৌঁছতে পারলে তাকে বিপর্যয় হিসেবেই দেখা হবে। তারপর রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মার পদ থাকবে বলে মনে হয় না।