Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

রবিবার থেকেই তাপমাত্রার পতন, রাজ্যজুড়ে শীতের পূর্বাভাস

Updated : 9 Dec, 2023 10:28 PM
AE: Samrat Saha
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

কলকাতা: ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। ফলে শীতের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি। তবে শুক্রবার থেকে আকাশ পরিষ্কার হয়েছে। তাই এখন আর বাধা নেই শীতের। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম হাওয়া রাজ্যে প্রবেশ করতে শুরু করেছে। এই অবস্থায় রাজ্যের তাপমাত্রা কমতে শুরু করবে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামতে পারে। শনিবার থেকেই রাজ্যবাসী শীতের আমেজ উপভোগ করতে শুরু করবে। এদিন কলকাতার তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। তবে জাঁকিয়ে ঠান্ডা আগামী সপ্তাহ থেকে পড়তে পারে বলে জানিয়েছে আলিপুর।

এদিকে রাজ্যের বেশকিছু জেলায় তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ উপভোগ করতে শুরু করেছে রাজ্যবাসী। মালদহ, বাঁকুড়া, বীরভূম সহ দুই ২৪ পরগনায় তাপমাত্রার পারদ নেমেছে ১৫ ডিগ্রির ঘরে। হাওয়া অফিস জানিয়েছে, ওই সমস্ত জেলা সহ অন্যান্য জেলাতেও এই শীতের আমেজ শুরু হবে। সকাল ও সন্ধ্যায় ঘন কুয়াসা লক্ষ্য করা যাবে। বেলা বাড়তে আকাশ পরিষ্কার হবে। আগামী সপ্তাহে কলকাতা সহ রাজ্যের সব জেলাতেই জাঁকিয়ে ঠান্ডার আমেজ পাওয়া যাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। হাওয়া অফিস আরও জানিয়েছে, রবিবার থেকে আগামী মঙ্গলবারের মধ্য়ে রাতের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস নামতে পারে। আগামী বুধ-বৃহস্পতিবার নাগাদ তাপমাত্রা অনেকটাই নেমে যেতে পারে। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাপমাত্রা নামবে কলকাতায়।