নতুন ইনিংস শুরু শীতের, এক ধাক্কায় অনেকটা নামল তাপমাত্রা
Updated : 12 Jan, 2024 8:21 PM
AE: Hasibul Molla
VO: Swarnali Dey
Edit: Silpika Chatterjee
কলকাতা: আবার দাপটে ব্যাটিং শুরু শীতের। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ফের কমল তাপমাত্রার পারদ। শুক্রবার এক ধাক্কায় অনেকটাই কমল পারদ। এদিন সকাল থেকেই রাজ্যের একাধিক জেলায় ঘন কুয়াশা দেখা যায়। দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় শীতের আমেজ উপভোগ করতে চলেছে রাজ্যবাসী।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ তাপমাত্রার পারদ অনেকটাই কমেছে। এদিন কলকাতার সর্ননিম্ন তাপমাত্রা এক ধাক্কায় নেমে হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। এদিন সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশায় ঢেকে যায় আকাশ। আবহাওয়া দফতর জানিয়েছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে। তবে আগামী কয়েকদিন এমনই ঠান্ডা থাকবে গোটা রাজ্য জুড়ে।
Tags: