
ফিরছে শীতের আমেজ, নামবে পারদ
কলকাতা: হেমন্তের শুরু থেকে শীতের (Winter Forecast) আমেজ অনূভূত হলেও মাঝে কিছুদিন অস্বস্তিকর গরমে ঘেমে নেয়ে এক রাজ্যবাসী। যদিও নভেম্বরের শুরুটা হয়েছে বৃষ্টির হাত ধরে। শহর কলকাতা সহ বেশ কয়েকটি জেলাও ভিজেছে। এক সপ্তাহ পরই কালীপুজো এখন রাজ্যবাসীর মনে একটাই প্রশ্ন কবে শীত জাঁকিয়ে পড়তে চলেছে। এবার অবশ্য হাওয়া বদলের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। কালীপুজোর আগে আপাতত শীত মেজাজ মিলবে! নতুন সপ্তাহেই দক্ষিণবঙ্গে শীতের আমেজ অনুভূত হবে, এমনটাই জানানো হচ্ছে হাওয়া অফিসের তরফে। রবিবার থেকে তাপমাত্রার পতন ও পরিষ্কার আকাশের দেখা মিলবে বলে জানানো হয়েছে। সোমবারের মধ্যে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রার পারদ নামবে। মঙ্গলবার থেকে শীতের আমেজ ফের অনুভূত হবে বাংলা জুড়ে।
আজ থেকে হাওয়া বদল ঘটতে চলেছে রাজ্যে। শীতের আমেজ ফিরবে রাজ্যে। সোমবারের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা নেমে যাবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, তিন থেকে চার দিনের মধ্যে কলকাতা ও সংলগ্ন এলাকায় ২০ থেকে ২১ ডিগ্রির মধ্যে তাপমাত্রা নেমে যাবে। পশ্চিমের জেলাগুলিতে এই তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নামবে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতেও তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রির ঘরে নেমে যেতে পারে মঙ্গল থেকে বুধবারের মধ্যে। কলকাতা ও সংলগ্ন এলাকায় সকাল এবং সন্ধ্যাতে শীতের আমেজ কিছুটা অনুভূত। পশ্চিমে জেলাগুলিতে শীতের আমেজ মিলবে।