
শীতে দার্জিলিং যাবেন নাকি! চালু হয়ে গেল নতুন পরিষেবা
দার্জিলিং: বঙ্গে এসেছে শীত। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও পারদের পতন ঘটছে। ভ্রমণপ্রিয় বাঙালির মন এবার দার্জিলিংয়ের পাহাড়ি সৌন্দর্যে হারিয়ে যাওয়ার জন্য ডানা মেলবে। সেই কারণে নতুনভাবে সেজে উঠছে বাংলার বাংলার এই শৈলশহর। রবিবার থেকেই সাদা ধোঁয়া ছেড়ে ফের ছুটল টয়ট্রেন। প্রতিবছর বর্ষাকালে প্রাকৃতিক দুর্যোগের জেরে নিজের ছন্দ হারায় পাহাড়। একাধিক জায়গায় ধস নামে। বিচ্ছিন্ন হয় পাহাড় সমতলের যোগাযোগ ব্যবস্থা। বন্ধ হয়ে পড়ে ঐতিহ্যবাহী টয়ট্রেন।
বর্ষায় দার্জিলিংয়ের টয়ট্রেন বন্ধ হওয়ায় বিষন্নতা দেখা যায় পর্যটকদের মধ্যে। তবে এবার পর্যটকদের এই ইচ্ছেপূরণ করতে রেল কর্তৃপক্ষ ফের চালু করল টয়ট্রেন পরিষেবা। রবিবার প্রায় ৩৫ জন যাত্রীকে নিয়ে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে দার্জিলিংয়ের পথে ছুটল টয়ট্রেন। এই বিষয়ে কাঠিয়ার ডিভিশনের ডিআরএম জানান, ইচ্ছে থাকলেও প্রকৃতির কাছে হার মানতে হয় সকলকে, তাই টয়ট্রেন চালানো সম্ভব হয় না বছরের বেশ কিছু সময়। তবে ফের শীতের মরশুমে টয় ট্রেন চালু করতে পেরে তিনি খুশি। তিনি আশাবাদী, এবার প্রচুর পর্যটক টয়ট্রেনের আনন্দ উপভোগ করবেন।