
শেষবেলায় কি শীতের কামব্যাক? কলকাতায় পারদ নামল ১৫-এর ঘরে
কলকাতার আবহাওয়ায় (Kolkata Weather Update) ফের শীতের ছোঁয়া (Winter Update in Kolkata)। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রির ঘরে নামলেও শনিবার তা আরও কমে পৌঁছেছে ১৫.৬ ডিগ্রি সেলসিয়াসে। ফলে সকালের দিকে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। তবে দিনের বেলায় রোদের তেজ বাড়ার সঙ্গে সঙ্গে শীতের অনুভূতি কমে যাচ্ছে। তাপমাত্রার এই ওঠাপড়ায় সকাল-বিকেল গায়ে চাদর বা গরম পোশাক থাকলেও বেলা বাড়তেই তা খুলে রাখতে হচ্ছে শহরবাসীকে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় পারদ আরও ২-৩ ডিগ্রি কমতে পারে। তবে ১১ ফেব্রুয়ারি থেকে সর্বনিম্ন তাপমাত্রা ফের ২-৪ ডিগ্রি বাড়তে পারে। অর্থাৎ, কিছুদিনের জন্য শীতের আমেজ বজায় থাকলেও দ্রুতই তা কমে যাবে। একইসঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও পারদ ২-৩ ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে এখনই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, ফলে আবহাওয়া শুষ্কই থাকবে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা-সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে মেঘমুক্ত আকাশ এবং ঠান্ডা বাতাসের দাপট থাকবে। সকালে কিছু জায়গায় কুয়াশা দেখা যেতে পারে, তবে সারাদিন পরিষ্কার আকাশই থাকবে। রাতের দিকে আবার ঠান্ডার অনুভূতি খানিকটা বাড়তে পারে।
উত্তরবঙ্গেও একই রকম আবহাওয়া থাকবে। হাওয়া অফিসের মতে, ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। পাহাড়ি এলাকায় তাপমাত্রা আরও কিছুটা নিচে নামতে পারে, তবে শীতল আবহাওয়ার সঙ্গে পরিষ্কার আকাশ থাকবে। ফলে দার্জিলিং, কালিম্পং-এর মতো পর্যটন কেন্দ্রগুলোতে এখনো শীতের আমেজ পাওয়া যাবে।
এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৩ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৩ শতাংশ এবং ন্যূনতম ৩১ শতাংশ। ফলে সকাল ও রাতের দিকে হালকা ঠান্ডা অনুভূত হলেও বেলা বাড়লে উষ্ণতার ছোঁয়া লাগবে। তবে শীতের এই কামব্যাক কতদিন স্থায়ী হবে, তা এখনো স্পষ্ট নয়।