ঘন কুয়াশার চাদরে দক্ষিণবঙ্গ, বছরের শুরুতেও চেনা শীত ফিরল না
কলকাতা: বছরের প্রথম দিনে ঘন কুয়াশার চাদরে জেলা বাঁকুড়া। বাঁকুড়ার জেলার বেশ কিছু এলাকা একেবারেই ঘন কুয়াশাচ্ছন্ন ছিল। সকালের ঘন কুয়াশার জেরে বেশ বেগ পেতে হয়েছে গাড়ির চালকদের। বছরের শুরুতে শীতের (Winter) আমেজ ফিরল বাংলায়। তবে কনকনে ঠান্ডা এখনই পাবে না বঙ্গবাসী। হাওয়া অফিস জানিয়েছে, তবে দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার বেশ কিছু জেলা কুয়াশাচ্ছন্ন থাকতে পারে। সোম থেকে বৃহস্পতিবার তুষারপাত হতে পারে দার্জিলিঙে।
রাজ্যের বাকি জেলাগুলিতে সকাল-সন্ধ্যায় শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীত কার্যত উধাও। আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি থাকবে। দক্ষিণবঙ্গের জেলগুলিতেও সকালে হালকা শীতের আমেজ বজায় থাকবে। তবে বেলা বাড়তেই গরম অনুভব করবে মানুষ। তবে সন্ধ্য়ার পর ফের শীতের আমেজ ফিরবে। তবে কনকনে ঠান্ডার কোনও সম্ভাবনা নেই।