Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

আয়েশের শীত শহরে, আজই প্রথম শীতলতম দিন

Updated : 13 Dec, 2023 5:41 PM
AE: Hasibul Molla
VO: Avik Nandi
Edit: Silpika Chatterjee

কলকাতা: আজই কলকাতার শীতলতম দিন। পূর্বাভাস অনুযায়ী কলকাতার পারদ নেমে এল ১৪ এর ঘরে। কলকাতার আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি যা এই সময়ের স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। কলকাতার পাশাপাশি তাপমাত্রা নামল গোটা রাজ্যে। ১০ ডিগ্রির নীচে নেমে গেল পশ্চিমের জেলার তাপমাত্রা। শীতের অনুকূল পরিস্থিতি গোটা দেশে। আজ থেকে উত্তর ভারত, মধ্য ভারত ও পূর্ব ও পশ্চিম ভারতে তাপমাত্রা আরও কমবে। উত্তর-পশ্চিম ভারতে ১০ ডিগ্রির নীচে পারদ।

আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, আরও কিছুটা ঠান্ডা বেড়েছে রাজ্যে। একদিনে প্রায় এক ডিগ্রি কমেছে কলকাতার তাপমাত্রা। এ পর্যন্ত আজই কলকাতার শীতলতম দিন। জেলায় ঠান্ডা আরও বেশি, পশ্চিমাঞ্চলে ১০-১১ ডিগ্রিতে নেমেছে পারদ। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আপাতত ঠান্ডা থাকবে, রাতের তাপমাত্রা বাড়ার আশঙ্কা নেই। স্বাভাবিকের নীচে থাকবে সর্বোচ্চ তাপমাত্রাও।