Placeholder canvas
কলকাতা সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪ |
K:T:V Clock

এশিয়ান গেমসে ইতিহাস, পদকের সেঞ্চুরি ভারতের

Updated : 7 Oct, 2023 5:26 PM
AE: Abhijit Roy
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

হ্যাংঝৌ: এশিয়ান গেমসে (Asian Games 2023) পদকের সেঞ্চুরি ভারতের (India)। এবার সোনা জিতল (Gold Won) মহিলা কবাডি দল (Women Kabaddi)। এশিয়ান গেমসে ইতিহাস গড়ে এই প্রথম ১০০ পদক পেল ভারত। তবে এখনও ভারতের পদকের সংখ্যা আরও বাড়ার সুযোগ রয়েছে। শনিবার সকাল থেকেই একের পর এক পদক আসছে ভারতের ঝুলিতে। তিরন্দাজিতেই চারটি পদক জিতে নিয়েছিল তারা। কবাডিতে মেয়েদের দল জিততেই এ বারের এশিয়ান গেমসে ১০০টি পদক (Medals) হয়ে গেল ভারতের। মেয়েদের কবাডির ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল চাইনিজ তাইপেই। ম্যাচের শেষে এই ফল ভারতের পক্ষে ২৬-২৫-এ গিয়ে দাঁড়ায়।