Placeholder canvas
কলকাতা বুধবার, ২৯ নভেম্বর ২০২৩ |
K:T:V Clock

বিশ্বকাপের মিষ্টি বানানোর বরাত পেলেন কালনাবাসী

Updated : 19 Nov, 2023 6:36 PM
AE: Abhijit Roy
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

কালনা: আজকের রবিবারের সকাল আর পাঁচটা রবিবারে থেকে আলাদা। একদিকে জগদ্ধাত্রী পুজো অন্যদিকে ১২ বছর পর ফের বিশ্বের দোরগোড়ায় ভারত। কার হাতে উঠবে ট্রফি? সেই চিন্তায় মগ্ন গোটা দেশ। বিশ্বকাপের মহারণে ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচ নিয়ে উচ্ছ্বাস আর উত্তেজনা দুটোই সমানভাবে কাজ করছে। এরই মাঝে ভারতীয় সমর্থকের চাহিদা মতো মাখা সন্দেশের বিশ্বকাপ তৈরি করে কালনার একটি মিষ্টান্ন ব্যবায়ী পেলেন এই সন্দেশ তৈরির বরাত।