
উদ্বোধনের ১০ দিনের মধ্যেই সাইবার হানার শিকার বিশ্বের প্রথম বৈদিক ঘড়ি!
Updated : 9 Mar, 2024 8:27 PM
AE: Hasibul Molla
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee
উজ্জয়িনী: উদ্বোধনের ১০ দিনের মধ্যেই সাইবার হানার শিকার বিশ্বের তথা ভারতের প্রথম বৈদিক ঘড়ি (Vedic Clock), এমনই তথ্য সামনে আসছে। উজ্জয়িনীর (Ujjain) জীভাজীরাও মানমন্দিরের কাছে ৮৫ ফুট উঁচু একটি মিনারের উপর রয়েছে ঘড়িটি। ঘড়িটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে উজ্জয়িনীর ‘মহারাজা বিক্রমাদিত্য রিসার্চ ইনস্টিটিউট’ (Maharaja Vikramaditya Research Institute)। ইনস্টিটিউটের ডিরেক্টর শ্রীরাম তিওয়ারি জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে ঘড়ির অ্যাপটিতে সাইবার হামলা হয়। তিনি জানিয়েছেন, সাইবার হানার পর থেকে ঘড়ির গতি কমে যায়। জাতীয় সাইবার ক্রাইম পোর্টালে অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো বিষয়টির তদন্ত শুরু হয়েছে। বৈদিক ক্লক অ্যাপে সাইবার হামলার কারণে জনসাধারণ সেই অ্যাপ ব্যবহার করতে পারছেন না বলেও অভিযোগ উঠেছে।
Tags: