Skin Tips | বলিরেখা পড়ছে ত্বকে? পাল্টান এই অভ্যাসগুলো
তিরিশে পৌঁছননি। তার আগেই ঠোঁটের পাশে বলিরেখার ঝলক দেখা দিচ্ছে? কপালের চামড়াতেও ভাঁজ পড়ে যাচ্ছে? এ সবই বয়সের ছাপের লক্ষণ কিন্তু। এত কম বয়সে কেন হচ্ছে এরকম? তার মানে কি ত্বকের বয়স আগে হয়ে যাচ্ছে? চিন্তা করবেন না।
এমন না-ও হতে পারে। আপনার চামড়া কুঁচকে যাওয়ার কারণও হতে পারে। ত্বকের যত্ন নেওয়ার পদ্ধতিতে কোনও ভুল আছে কি না, তা আগে দেখে নেওয়া জরুরি।
• রাত জেগে ওয়েব সিরিজ় দেখার অভ্যাস অনেকেরই আছে। অনিদ্রার কারণে কোলাজেন উৎপাদনের হার কমে যায়।
• মেকআপ করা ও তোলার পদ্ধতিতে অনেক সময়েই গোলমাল থাকে। যেমন চোখ প্রায় কপালে তুলে কাজল পরা, মাস্কারা বা আইলাইনার লাগানোর অভ্যাস রয়েছে অনেকের।
• কেউ কেউ আবার রোদচশমা ব্যবহার করেন না। এ দিকে, রোদে বেরোলেই চোখ বন্ধ হয়ে আসে। বেশি আলোয় তাকাতে হলে চোখ পিটপিট করেন। এতেও সমস্যা বাড়ে।
• রোদে বেরোনোর আগে সানস্ক্রিন লাগাতে ভুলে যান অনেকেই। ফলে ত্বকে সরাসরি ইউভি রশ্মির প্রভাব পড়ে।
• যে কোনও কথায় ভুরু কুঁচকে যায়? অথবা নাক-মুখ কুঁচকে হাসার অভ্যাস রয়েছে? এ সবের জেরেও ভাঁজ পড়ে ত্বকে।
• অতিরিক্ত ধূমপান ও মদ্যপানের প্রভাবও পড়ে ত্বকের উপর। এই অভ্যাসের ফলে ত্বকে রক্ত সঞ্চালন ব্যাহত হয়।
• শরীরে ভিটামিনের অভাব হলে ত্বকেও তার প্রভাব পড়ে।