Placeholder canvas
কলকাতা শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ |
K:T:V Clock

নতুন বছরে সুখবর! আরও একবার রণবীর-দীপিকাকে একসাথে দেখা যাবে বড় পর্দায়

Updated : 30 Dec, 2024 6:21 PM
AE: Krishnendu Ghosh
VO: Subhangi Mukhopadhay
Edit: Aiyushe Maity

কলকাতা: আবারও কম বেশি আমাদের সবার প্রিয় ছবি ‘ ইয়ে জাওয়ানি হেয় দিওয়ানি’ ফিরতে চলেছে বড় পর্দায়। ধারমা প্রোডাকশনের পক্ষ থেকে নতুন বছরে দর্শকদের উপহার দেওয়া হল। গতকাল ইন্সটাগ্রামে প্রোডাকশন হাউসের পক্ষ থেকে পোস্ট করে জানানও হয় ৩ জানুয়ারি, ২০২৫ এ আবারও ভারতে রি-রিলিজ হতে চলেছে ‘ ইয়ে জাওয়ানি হেয় দিওয়ানি’। যা শুনে উচ্ছ্বসিত দর্শকরা।

‘ইয়ে জাওয়ানি হেয় দিওয়ানি’ রিলিজ হয় ২০১৩ সালে। রানবীর কাপুর, দীপিকা পাডুকন, কাল্কি কয়েচিন, আদিত্য রয় কাপুর অভিনীত এই ছবি ব্যাপক ভালোবাসা পায় দর্শকদের। নির্ভেজাল এক বন্ধুতের গল্প তুলে ধরা হয় এই ছবিতে। শুধুমাত্র তাই নয়, রানবীর কাপুরের চরিত্র ‘বানি’ মানুষের মনের মনিকোঠায় এখনও বাস করছে। তাঁর মত ‘ফ্রি বার্ড’ সবাই হয়তো হতে চায়। গতানুগতিক জীবন যে চায়না বাঁচতে, নিজের স্বপ্ন পূরণ করার জন্য যে অতিক্রম করতে পারে সমস্ত বাঁধা। অন্যদিকে দীপিকা পাডুকনকে দেখা যায় ‘নায়না’ চরিত্রে। বানির একেবারে বিপরীত সে। ডাক্তারি পড়ুয়া, পড়াশোনাই যার জীবনের মূল লক্ষ্য। জীবনে বই ছাড়া যে কোন কিছুকেই আর আবিষ্কার করার সুযোগ পায়নি। একসাথে বানির সঙ্গে ছোটবেলা থেকে পড়াশোনা করলেও সবসমায় বন্ধুদের থেকে দূরে দুরেই থাকত সে। কিন্তু একদিন হঠাৎতি শপিং মলে দেখা হয়ে যায় তাঁর এক পুরনো বন্ধুর সঙ্গে। আর তারপরেই নায়না বুঝতে পারে সে জীবনে বইয়ের বাইরে কোন কিছুই ‘এক্সপ্লোর’ করেনি। ঘরে না বলে বেড়িয়ে পরে ঘুরতে। যা তাঁকে আবারও তাঁর স্কুলের বন্ধুদের সঙ্গে একত্রিত করে দেয়। মানালির সেই ট্যুরেই দীপিকা ওরফে নায়না প্রেমে পড়ে যায় বানির। কিন্তু ট্যুরের পরেই বানি বিদেশে পারি দেবে তাঁর ‘ড্রিম জব’এর জন্য। আর এই খবর যখন নায়না জানতে পারে সে বিরত থাকে নিজের মনের কথা রানবীর ওরফে বানিকে জানাতে। কারণ বানির ক্যারিয়ারে নায়না বাঁধা হতে চাইনি। তাই ট্যুরের শেষদিন সে নিজের মনের কথা প্রাকাশ করেনি তাঁর কাছে।

তারপর কেটে যায় দীর্ঘ কয়েক বছর। বানি নিজের স্বপ্নের জীবনের খোঁজে ঘুরে বেড়ায় বহু দেশ। একাকিত্ব যে কত প্রিয় সেই স্বাদ সে বুঝে যায়। পুরনো বন্ধুদের সঙ্গে সম্পর্কও তেমন একটা থাকেনা। কিন্তু অদিতির বিয়ে উপলক্ষে আবারও একত্রিত হয়ে তাঁরা। সেখানেই অন্য রুপে ধরা দেয় নায়না। কয়েক বছরে সেও নিজেকে অনেকটা পাল্টে ফেলেছে। ‘চাসমিশ’ নায়না আর সে নেই, ধরা দেয় বোল্ড অবতারে। পড়াশোনার বাইরেও যে জীবনকে অন্যভাবে দেখতে শিখেছে। তারপর এগোতে থাকে গল্প। বানি-নায়নার বন্ধুত্ব আরও বেশি পক্ত হয়। অবশেষে নতুন বছর শুরু হওয়ার সাথে সাথে তাঁরা দুজনেই নিজের মনের কথা দুজনের কাছে প্রকাশ করে।

নতুন এক বছর শুরু হওয়ার সাথে এই সিনেমার বহু আবেগ জড়িয়ে রয়েছে। দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নেয় এই ছবি। আর সেই কথাকেই মাথায় রেখে আরও এক নতুন বছর আসার মুখে ধারমা প্রোডাকশনের পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হল আবারও বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এই ছবি। রানবীর-দীপিকা ছারাও ‘আইটেম’ গানে বিশেষ রুপে ধরা দেন ৮ থেকে ৮০ সবার প্রিয় মাধুরি দিক্ষিত।  নিজেদের নিকটবর্তী হলে দর্শকরা ১১ বছর পর ৩ জানুয়ারি,২০২৫ সালে আবারও এই সিনেমা দেখতে পারবেন।