Placeholder canvas
কলকাতা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ |
K:T:V Clock

বকখালি ও গঙ্গাসাগর উপকূলে কড়া নজরদারি, জারি হলুদ সতর্কতা

Updated : 3 Oct, 2023 7:42 PM
AE: Abhijit Roy
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee

দক্ষিণ ২৪ পরগনা: সোমবার রাতভর বৃষ্টিপাতের (Rain) পর মঙ্গলবার সকালেও দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) জেলার উপকূল এলাকায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে। কালো মেঘে ঢেকে রয়েছে আকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি রয়েছে হলুদ সর্তকতা। বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা জারি রয়েছে। তবে আগামী দুদিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী বৃহস্পতিবার পর্যন্ত উপকূল এলাকায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে, টানা বৃষ্টির জেরে নদী ও সমুদ্রের জলস্তর বাড়ায় সুন্দরবনের নামখানা, সাগর, পাথরপ্রতিমা, কাকদ্বীপ ও মথুরাপুরের বেহাল বাঁধগুলোর উপর নজরদারি চালাচ্ছে প্রশাসন ও সেচ দফতর। বকখালির সমুদ্র সৈকতে কড়া নজরদারি নামখানা ব্লক প্রশাসনের। বেড়াতে আসা পর্যটকদের সমুদ্রে নামতে দেওয়া হচ্ছে না। ব্লক প্রশাসনের তরফে লাগাতার মাইকিং প্রচার চলছে সমুদ্র সৈকতে।