সরস্বতী পুজোয় বৃষ্টিতে ভাসবে ১১ জেলা, জারি হলুদ সতর্কতা
কলকাতা: আজ সরস্বতী পুজো (Saraswati Puja)। সরস্বতী পুজো মানেই বাঙালির ভ্যালেন্টাইনস-ডে অন্যদিকে তথা কথিত ভ্যালেন্টাইনস-ডে (Valentine’s Day)। সকাল থেকে মেঘলা কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ। বাঙালির আবেগ জড়িত রয়েছে এই পুজোর সঙ্গে। সরস্বতীপুজোর দিনে বাইরে বের হতে গেলে কি দুর্যোগের মুখে পড়তে হবে? সরস্বতী পুজো ও ভ্যালেন্টাইনস ডে-এর আনন্দ মাটি করবে বৃষ্টি, সাতসকালে এমনটাই জানালো হাওয়া অফিস। কলকাতা ও তার পার্শবর্তী ১০ জেলায় আজ ও আগামিকাল হালকা থেকে মাঝারি বৃষ্টির (Rain Forecast) সম্ভাবনা। শুধু বৃষ্টি নয়, জারি হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। কলকাতাতেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ অসময়ের বৃষ্টি মাটি করতে পারে সরস্বতী পুজোর প্ল্যান। তবে সঙ্গে রাখুন ছাতা। জমিয়ে বন্ধু ও মনের মানুষের সঙ্গে জমিয়ে কাটনা আজকের দিনটা।
আজ সকাল সকাল থেকেই একাধিক জেলায় আকাশের মুখ ভার। কোথাও আংশিক মেঘলা আকাশ (Cloudy Sky)। কিন্তু এদিন রোদ দেখা দিয়েছে কলকাতায়। আলিপুর হাওয়া অফিস রাজ্যের এগারো জেলা হলুদ সতর্কতা জারি করেছে। বজ্রপাতের আশঙ্কা রয়েছে। আজ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলাতেই। সরস্বতী পুজোর দিনে কলকাতা ছাড়াও উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টি হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্য়েই বৃষ্টি শুরু পুরুলিয়া ও বাঁকুড়া-সহ বেশ কিছু জেলায়। তবে শুক্রবার থেকে ফের আবহাওয়ার উন্নতি হবে দক্ষিণবঙ্গে। আগামী দু-তিন দিনে আরও একটু তাপমাত্রা বাড়বে। কমবে শীতের আমেজ। আগামী দু থেকে তিন দিনে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে।