Placeholder canvas
কলকাতা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ |
K:T:V Clock

জানেন এই স্থানগুলোতে কখনই রেল দুর্ঘটনা ঘটেনি, ভবিষ্যতেও ঘটবে না! 

Updated : 2 Sep, 2023 11:58 PM
AE: Samrat Saha
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

কলকাতা: ভারতীয় (Indian) রেলওয়েকে (Railway) দেশের লাইফলাইন বলা হয়ে থাকে। নিত্যযাত্রীদের নিত্যদিনের সঙ্গী কিন্তু এই রেল। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এর মাধ্যমে যাতায়াত করেন।  বলা যায় এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য সস্তা এবং সহজ পথ হল রেল ব্যবস্থা। বিশ্বের বৃহত্তম রেল নেটওয়ার্কে ভারত তৃতীয় স্থানে রয়েছে।  তবে এই রেল নিয়ে কিন্তু নানা দুর্ঘটনার খবর রয়েছে বিশ্ব জুড়ে। অসচেনতা এবং কারিগরি কারণে প্রান গিয়েছে বহু মানুষের। তবে পৃথিবীতে এমন অনেক জায়গা রয়েছে, যেখানে রেল দুর্ঘটনার কোনও খবরই নেই। অনেকেই হয়তো জানেন না, বিশ্বের বহু জায়গায় ট্রেনের ব্যবস্থাই নেই। সেই সকল দেশের মানুষের ট্রেনে বসার সুযোগও হয়ে ওঠেনি। চলুন জেনে নেওয়া যাক সেই জায়গাগুলো সম্পর্কে।

ভুটান: ভুটান হল ভারতের প্রতিবেশী এবং দক্ষিণ এশিয়ার ক্ষুদ্রতম দেশ ভুটান। এই দেশে আজও কোনও রেল যোগাযোগ ব্যবস্থা নেই। তবে জানা যাচ্ছে, ভুটানের দক্ষিণাঞ্চল ভারতীয় নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে। এছাড়াও জানা গিয়েছে, ১১ মাইল দীর্ঘ নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা চলছে।
 

লিবিয়া: অনেকেই জানেন লিবিয়ায় আগে বেশ কয়েকটি রেললাইন ছিল। কিন্তু বেশ কিছু আক্রণ বসত সেই সমস্ত রেললাইন বন্ধ হয়ে গিয়েছে ১৯৬৫ সাল থেকে। অর্থাৎ বলা যায় সেই সময় থেকে লিবিয়ায় কোনও রেলওয়ে নেটওয়ার্ক চালু হয়নি আজ পর্যন্ত।

পূর্ব তিমুর: এই দেশেও জানেন কোনও রেলওয়ে নেটওয়ার্ক নেই। এখানে মানুষ শুধু সড়ক পথেই যাতায়াত করে থাকেন। তবে জানা যাচ্ছে এই দেশে একটি ৩১০ মাইল দীর্ঘ বর্ধিত বিদ্যুতায়িত একক ট্র্যাক নেটওয়ার্ক তৈরি করার প্রস্তাব রয়েছে।

কুয়েত: কুয়েত হল মধ্যপ্রাচ্যের একটি উপসাগরীয় দেশ। এই দেশটিতে তেলের প্রচুর মজুদ রয়েছে। জানেন? এটি বিশ্বের ধনী দেশগুলির মধ্যে অন্যতম দেশ। কিন্তু তা সত্ত্বেও এখানে রেল নেটওয়ার্কের চেয়ে সড়ক পথই বেশি গুরুত্বপূর্ণ। এই দেশে কোনও রেলপথ নেই বর্তমানে।