Placeholder canvas
কলকাতা শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ |
K:T:V Clock

অল্প বয়সে বাড়ছে ব্রেন হেমারেজের বিপদ!

Updated : 16 Jun, 2024 7:42 PM
AE: Krishnendu Ghosh
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

পড়াশোনা, কেরিয়ার, পারিপার্শ্বিক চাপ থেকে নানা দুশ্চিন্তা, সব কিছু সামলাতে গিয়েই বাড়ছে অল্প বয়সে মস্তিষ্কে রক্তক্ষরণের প্রবণতা। দু’দশক আগেও মানুষ যেখানে সুস্থ জীবন যাপনের মধ্যে বাঁচত, আজ সেখানে ক্রমেই বেড়ে চলেছে মানসিক চাপ। যার ফলে বয়স্কদের সঙ্গে সঙ্গে এখন মাত্র ২০-২৪ বছর বয়সি ছেলেমেয়েদের মধ্যেও বেড়ে চলেছে ব্রেন হেমারেজের ঘটনা। বিশেষজ্ঞরা বলছেন, মস্তিষ্কে রক্তক্ষরণ বা ব্রেন হেমারেজের (Brain Hemorrhage) একটি অন্যতম কারণ অতিরিক্ত মানসিক চাপ (Stress)।

ঠিক কী হয় ব্রেন হেমারেজে?

ব্রেন ফাংশন ঠিক রাখার জন্য মস্তিষ্কে পর্যাপ্ত অক্সিজেন প্রয়োজন। যা রক্তনালির মাধ্যমে সরবরাহ হয়। যখন ব্রেনের মধ্যে রক্তনালি ফেটে যায় তখন মস্কিষ্কের আচ্ছাদন অথবা মস্তিষ্ক ও খুলির মধ্যে যে স্থান থাকে সেখানে রক্ত জমে যায়। যা ব্রেনে খুব চাপ তৈরি করে এবং অক্সিজেন মস্তিষ্কে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছতে বাধা দেয়।