Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ |
K:T:V Clock

ভোটের মরশুমে বাড়ছে মোবাইলের বিল!

Updated : 15 May, 2024 8:46 PM
AE: Pratyay Das
VO: Juhita Ghosh
Edit: Silpika Chatterjee

কলকাতা: নিত্য ব্যবহার্য্য জিনিসপত্রের দামের ছ্যাঁকায় কাহিল সাধারণ মানুষ। এর মধ্যে নতুন ধাক্কা! বর্তমানে যোগাযোগের অন্যতম মাধ্যম মোবাইল ফোন। এবার সেই ফোনের বিল বাড়তে পারে। এমনই দাবি করা হয়েছে ব্রোকারেজ ফার্ম অ্যাক্সিস ক্যাপিটেলের এক রিপোর্টে।

বিশ্বের প্রথম সারির দেশগুলির তুলনায় ভারতে মোবাইল ডেটার মূল্য অনেক কম। তবে, এবার বোধহয় তা আর থাকবে না। ব্রোকারেজ ফার্ম, অ্যাক্সিস ক্যাপিটালের সাম্প্রতিকতম প্রতিবেদন বলছে, টেলিকম সংস্থাগুলি আরও একবার শুল্ক বৃদ্ধির পরিকল্পনা করছে। তাই, শীঘ্রই ভারতে মোবাইল ফোনের বিল বাড়বে।